WBP SI 2025 Answer Key: Preliminary Exam. WBP SI 2025 Preliminary Questions. WBPSI, wbpsiquestion, wbpprelims2025, Question Booklet and Answer Key.
প্রিলিমিনারী পরীক্ষার প্রশ্নপত্র
1. Rohan walks a distance of 3 kms towards North, then turns to his left and walks for 2 kms. He again turns left and walks 3 kms. At this point he turns to his left and walks for 3 kms. How many kms is he from the starting point?
(A) 3
(B) 2
(C) 1
(D) 3
Answer: (C) 1
১. রোহন উত্তরদিকে 3 কিমি হেঁটে বাঁদিকে ঘুরে 2 কিমি হাঁটল। আবার বাঁদিকে ঘুরে 3 কিমি হাঁটল। আবার সে বাঁদিকে ঘুরে 3 কিমি হাঁটল। সে তার যাত্রা শুরু করার জায়গা থেকে কত কিমি দূরে আছে?
(A) 3
(B) 2
(C) 1
(D) 3
উত্তর: (C) 1
2. Mahatma Gandhi was the editor of
(A) Young India
(B) Seminar
(C) Modern Review
(D) National Herald
Answer: (A) Young India
২. মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন
(A) ইয়ং ইন্ডিয়া-র
(B) সেমিনার-এর
(C) মডার্ন রিভিউ-এর
(D) ন্যাশনাল হেরাল্ড-এর
উত্তর: (A) ইয়ং ইন্ডিয়া-র
3. Which of the following instruments measures high temperature?
(A) Pyrometer
(B) Thermostat
(C) Pyrheliometer
(D) Pyknometer
Answer: (A) Pyrometer
৩. নীচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে?
(A) পাইরোমিটার
(B) থার্মোস্ট্যাট
(C) পাইরহিওমিটার
(D) পিকনোমিটার
উত্তর: (A) পাইরোমিটার
4. 10% discount and then 20% discount in succession is equivalent to total discount of
(A) 30%
(B) 15%
(C) 24%
(D) 28%
Answer: (D) 28%
৪. পরপর 10% ও 20% ছাড় মোট ছাড়ের উপর যে ছাড়েব সমতুল্য তা হল—
(A) 30%
(B) 15%
(C) 24%
(D) 28%
উত্তর: (D) 28%
5. Which one of the following is the hottest planet?
(A) Venus
(B) Saturn
(C) Mercury
(D) Mars
Answer: (A) Venus
৫. নীচের কোনটি উষ্ণতম গ্রহ?
(A) শুক্র
(B) শনি
(C) বুধ
(D) মঙ্গল
উত্তর: (A) শুক্র
Page 2 (from FB_IMG_1760282902656.jpg)
6. The birthday of which of the following leaders is celebrated as 'Teachers' Day' in India?
(A) Dr. C. Rajagopalachari
(B) Dr. S. Radhakrishnan
(C) Dr. Rajendra Prasad
(D) Lala Lajpat Rai
Answer: (B) Dr. S. Radhakrishnan
৬. নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতে 'শিক্ষক দিবস' হিসেবে উদযাপন করা হয়?
(A) ড. সি. রাজাগোপালাচারী
(B) ড. এস. রাধাকৃষ্ণন
(C) ড. রাজেন্দ্র প্রসাদ
(D) লালা লাজপত রায়
উত্তর: (B) ড. এস. রাধাকৃষ্ণন
7. Find out the questioned number: 6:5::8:?
(A) 2
(B) 6
(C) 12
(D) 4
Answer: (B) 6 (The logic is: 6/2+2=5. So, 8/2+2=6)
৭. প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন: 6:5::8:?
(A) 2
(B) 6
(C) 12
(D) 4
উত্তর: (B) 6
8. If A is 50% larger than C and B is 25% larger than C, then A is what percentage larger than B?
(A) 20%
(B) 50%
(C) 75%
(D) 25%
Answer: (A) 20%
৮. যদি A, C-এর থেকে 50% বেশি এবং B, C-এর থেকে 25% বেশি হয়, তবে A, B-এর থেকে কত শতাংশ বেশি হবে?
(A) 20%
(B) 50%
(C) 75%
(D) 25%
উত্তর: (A) 20%
9. Which one of the given responses would be a meaningful order of the following?
Sentence
Word
Chapter
Phrase
Paragraph
(A) 2, 1, 4, 3, 5
(B) 4, 3, 1, 2, 5
(C) 1, 3, 2, 4, 5
(D) 3, 5, 1, 4, 2
Answer: (D) 3, 5, 1, 4, 2 (Word → Phrase → Sentence → Paragraph → Chapter)
৯. নীচের প্রশ্ন উত্তরগুলির মধ্যে কোনটি নিম্নলিখিত শব্দগুলির একটি অর্থপূর্ণ ক্রম হবে?
1. Sentence
2. Word
3. Chapter
4. Phrase
5. Paragraph
(A) 2, 1, 4, 3, 5
(B) 4, 3, 1, 2, 5
(C) 1, 3, 2, 4, 5
(D) 3, 5, 1, 4, 2
উত্তর: (D) 3, 5, 1, 4, 2
10.
0.2
0.4×1.5
=?
(A) 3
(B) 0.3
(C) 0.2
(D) 2
Answer: (A) 3
১০.
0.2
0.4×1.5
=?
(A) 3
(B) 0.3
(C) 0.2
(D) 2
উত্তর: (A) 3
11. The term 'Brown Air' is used for
(A) Photochemical smog.
(B) Industrial smog.
(C) Sulphurous smog.
(D) Acid fumes.
Answer: (A) Photochemical smog.
১১. 'বাদামি বায়ু' (Brown Air) কথাটি ব্যবহার করা হয়
(A) আলোক-রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে।
(B) শিল্প-ধোঁয়াশা বোঝাতে।
(C) সালফারাস ধোঁয়াশা বোঝাতে।
(D) অ্যাসিড বাষ্প বোঝাতে।
উত্তর: (A) আলোক-রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে।
12. Find the missing number in the series given below:
30,___,390,784,786
(A) 328
(B) 128
(C) 75
(D) 228
Answer: (B) 128 (This appears to be a flawed question or a typo, as the sequence is inconsistent. However, based on the provided options and common reasoning questions of this nature where a specific pattern might be assumed, 128 is not justifiable with a simple pattern. Assuming the question intended a different series or options, let's go with the option selected in the image which is (B) 128, which might be a local error. The intended question should perhaps be 30,90,270,810... or similar. Given the constraints, I will state the answer based on the image's mark, which is (B) 128.)
১২. নীচের সিরিজে অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করুন :
30, \_\_\_, 390, 784, 786
(A) 328
(B) 128
(C) 75
(D) 228
উত্তর: (B) 128
13. The longest Continental Railway in the world is
(A) Canadian National Railway
(B) Trans-Atlantic Railway
(C) Canadian Pacific Railway
(D) Trans-Siberian Railway
Answer: (D) Trans-Siberian Railway
১৩. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হল
(A) কানাডার জাতীয় রেলপথ
(B) ট্রান্স-আটলান্টিক রেলপথ
(C) কানাডিয়ান প্যাসিফিক রেলপথ
(D) ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ
উত্তর: (D) ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ
14. Vinod introduces Vishal as the son of the only brother of his father's wife. How is Vinod related to Vishal?
(A) Cousin
(B) Son
(C) Uncle
(D) Brother
Answer: (A) Cousin
১৪. বিনোদ বিশাল-এর পরিচয় দিতে গিয়ে বলল যে, বিশাল তাঁর বাবার স্ত্রীর একমাত্র ভাই-এর পুত্র। বিনোদ বিশাল-এর সাথে কীভাবে সম্পর্কিত?
(A) খুড়তুতো ভাই
(B) পুত্র
(C) কাকা
(D) ভাই
উত্তর: (A) খুড়তুতো ভাই
15. Commercially, Sodium bicarbonate is known as
(A) Washing Soda
(B) Bleaching Powder
(C) Soda Ash
(D) Baking Soda
Answer: (D) Baking Soda
১৫. বাণিজ্যিকভাবে, সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত, তা হল
(A) কাপড় কাচার সোডা
(B) ব্লিচিং পাউডার
(C) সোডা অ্যাশ
(D) খাবার সোডা
উত্তর: (D) খাবার সোডা
16. Who was the First Chief Election Commissioner of India?
(A) Sukumar Sen
(B) M. S. Gill
(C) Mrs. V. S. Rama Devi
(D) T. N. Seshan
Answer: (A) Sukumar Sen
১৬. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
(A) সুকুমার সেন
(B) এম. এস. গিল
(C) মিসেস ভি. এস. রমা দেবী
(D) টি. এন. সেশন
উত্তর: (A) সুকুমার সেন
17. The velocity of sound in air (under normal condition) is
(A) 30 m/sec
(B) 332 m/sec
(C) 3320 m/sec
(D) 320 m/sec
Answer: (B) 332 m/sec (or 330 m/sec to 340 m/sec range)
১৭. বায়ুতে শব্দের গতিবেগ (স্বাভাবিক অবস্থায়) —
(A) 30 মি/সেকেন্ড
(B) 332 মি/সেকেন্ড
(C) 3320 মি/সেকেন্ড
(D) 320 মি/সেকেন্ড
উত্তর: (B) 332 মি/সেকেন্ড
18. The clear sky looks blue because of
(A) reflection of light.
(B) refraction of light.
(C) scattering of light.
(D) diffraction of light.
Answer: (C) scattering of light.
১৮. স্বচ্ছ আকাশ নীল দেখায়, কারণ—
(A) আলোর প্রতিফলন
(B) আলোর প্রতিসরণ
(C) আলোর বিক্ষেপণ
(D) আলোর অপবর্তন
উত্তর: (C) আলোর বিক্ষেপণ
19. The respective land masses of India and Sri Lanka are connected by which of the following?
(A) Bass strait
(B) Malacca strait
(C) Palk strait
(D) Bering strait
Answer: (C) Palk strait
১৯. ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নীচের কোনাটি দ্বারা সংযুক্ত?
(A) বাস প্রণালী
(B) মালাক্কা প্রণালী
(C) পক প্রণালী
(D) বেরিং প্রণালী
উত্তর: (C) পক প্রণালী
20. Father's age is 30 years more than the son's age. Ten years hence the father's age will become three times the son's age that time. What is son's present age in years?
(A) 8
(B) 5
(C) Can not be determined
(D) 7
Answer: (B) 5
২০. পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। দশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হবে। পুত্রের বয়স বর্তমানে কত বছর?
(A) 8
(B) 5
(C) অনির্ণেয়
(D) 7
উত্তর: (B) 5
21. 729 ml of a mixture contains milk and water in the ratio 7:2. How much water is to be added to get a new mixture containing milk and water in the ratio 7:3? (in ml)
(A) 60
(B) 71
(C) 52
(D) 81
Answer: (D) 81
২১. 729 ml দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2। আর কত ml জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে?
(A) 60
(B) 71
(C) 52
(D) 81
উত্তর: (D) 81
22. In a row of trees, a tree is 7th from left end and 14th from the right end. How many trees are there in the row?
(A) 18
(B) 21
(C) 19
(D) 20
Answer: (D) 20
২২. গাছের একটি সারির মধ্যে একটি গাছ বাঁদিক দিয়ে 7ম ও ডানদিক দিয়ে 14তম স্থানে আছে। গাছের সারিতে কতগুলি গাছ আছে?
(A) 18
(B) 21
(C) 19
(D) 20
উত্তর: (D) 20
23. Whom of the following posts there is no provision in the Constitution of India for the impeachment?
(A) The Chief Justice of a High Court
(B) The Governor
(C) The Vice-President
(D) The Chief Justice of India
Answer: (B) The Governor
২৩. ভারতীয় সংবিধানে নীচের কোন পদাধিকারীর ইমপিচমেন্টের বিধান নেই?
(A) হাইকোর্টের প্রধান বিচারপতি
(B) রাজ্যপাল
(C) উপ-রাষ্ট্রপতি
(D) ভারতের প্রধান বিচারপতি
উত্তর: (B) রাজ্যপাল
24. 48% of a number is 1248. What is the number?
(A) 2850
(B) 2450
(C) 2600
(D) 2700
Answer: (C) 2600
২৪. কোনো সংখ্যার 48% হল 1248। সংখ্যাটি কত?
(A) 2850
(B) 2450
(C) 2600
(D) 2700
উত্তর: (C) 2600
25. The volume of which of the following materials decreases when it is heated from 0
∘
C to 4
∘
C?
(A) Air
(B) Water
(C) Mercury
(D) Copper
Answer: (B) Water
২৫. নীচের কোন পদার্থটি 0
∘
C থেকে 4
∘
C পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে?
(A) বায়ু
(B) জল
(C) পারদ
(D) তামা
উত্তর: (B) জল
26. Which of the following chemicals is useful in photography?
(A) Aluminium Hydroxide
(B) Silver Bromide
(C) Sodium Chloride
(D) Potassium Nitrate
Answer: (B) Silver Bromide
২৬. নীচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়?
(A) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
(B) সিলভার ব্রোমাইড
(C) সোডিয়াম ক্লোরাইড
(D) পটাসিয়াম নাইট্রেট
উত্তর: (B) সিলভার ব্রোমাইড
27. What would be the simple interest obtained on an amount of Rs. 7055 at the rate of 15% per annum for 6 years? (in rupees)
(A) 6349.50
(B) 6689.50
(C) 6469
(D) 6529
Answer: (A) 6349.50
২৭. বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7055 টাকার সরল সুদ কত টাকা?
(A) 6349.50
(B) 6689.50
(C) 6469
(D) 6529
উত্তর: (A) 6349.50
28. The red blood cells are formed in the
(A) Heart
(B) Lymph nodes
(C) Bone marrow
(D) Liver
Answer: (C) Bone marrow
২৮. লোহিত রক্তকণিকা গঠিত হয়
(A) হৃদযন্ত্রে
(B) লসিকা গ্রন্থিতে
(C) অস্থিমজ্জায়
(D) যকৃতে
উত্তর: (C) অস্থিমজ্জায়
29. The profit after selling a pair of trousers for Rs. 863 is the same as the loss incurred after selling the same pair of trousers for Rs. 631. What is the cost price of the pair of trousers? (in rupees)
(A) 750
(B) Can not be determined
(C) 800
(D) 747
Answer: (D) 747
২৯. 863 টাকায় একজোড়া প্যান্ট বিক্রি করে যে লাভ হয়, সেই প্যান্টজোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান। একজোড়া প্যান্টের ক্রয়মূল্য কত টাকা?
(A) 750
(B) অনির্ণেয়
(C) 800
(D) 747
উত্তর: (D) 747
30. A, B and C divide an amount of Rs. 9915 amongst themselves in the ratio of 3:5:7 respectively. What is C's share in the amount? (in rupees)
(A) 4627
(B) 6627
(C) 7627
(D) 5627
Answer: (D) 5627
৩০. A, B এবং C নিজেদের মধ্যে 9915 টাকা ভাগ করে নেয় 3:5:7 অনুপাতে। এই টাকায় C-এর প্রাপ্ত টাকার পরিমাণ কত টাকা?
(A) 4627
(B) 6627
(C) 7627
(D) 5627
উত্তর: (D) 5627
31. Who was the First Indian Woman Winner of 'Miss World' award?
(A) Reita Faria
(B) Lara Datta
(C) Sushmita Sen
(D) Aishwarya Rai
Answer: (A) Reita Faria
৩১. সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা 'মিস ওয়ার্ল্ড' পুরস্কার পেয়েছিলেন?
(A) রীতা ফারিয়া
(B) লারা দত্ত
(C) সুস্মিতা সেন
(D) ঐশ্বর্য রায়
উত্তর: (A) রীতা ফারিয়া
32. Which of the following is not a Union Territory of India?
(A) Dadra & Nagar Haveli and Daman & Diu
(B) Lakshadweep
(C) Puducherry
(D) Nagaland
Answer: (D) Nagaland
৩২. নীচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়?
(A) দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
(B) লাক্ষাদ্বীপ
(C) পুদুচেরি
(D) নাগাল্যান্ড
উত্তর: (D) নাগাল্যান্ড
33. How many minutes for each degree of longitude does the local time of any place vary from the Greenwich time?
(A) 2
(B) 6
(C) 8
(D) 4
Answer: (D) 4
৩৩. প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ের কত মিনিটের পরিবর্তন হয়?
(A) 2
(B) 6
(C) 8
(D) 4
উত্তর: (D) 4
34. The Chairman of Rajya Sabha is
(A) nominated by the President.
(B) elected by Parliament and the legislatures of the states jointly.
(C) elected by the members of Rajya Sabha.
(D) elected by the two houses of Parliament.
Answer: (D) elected by the two houses of Parliament. (The Chairman of the Rajya Sabha is the Vice-President of India, who is elected by an electoral college consisting of members of both Houses of Parliament.)
৩৪. রাজ্যসভার চেয়ারম্যান
(A) রাষ্ট্রপতি দ্বারা মনোনীত।
(B) পার্লামেন্ট এবং রাজ্যের আইনসভা দ্বারা যৌথভাবে নির্বাচিত।
(C) রাজ্যসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত।
(D) পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত।
উত্তর: (D) পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত।
35. If MEKLF is coded as 91782 and LLLJK as 88867, then how can IGHED be coded?
(A) 97854
(B) 53410
(C) 75632
(D) 64512
Answer: (C) 75632 (The code appears to be position in the alphabet - 6, where the resulting number is the code, with some possible inconsistencies or simple letter-to-number mapping: M →9, E →1, K →7, L →8, F →2. IGHED →75632 using I →7, G →5, H →6, E →3, D →2 from a similar mapping.)
৩৫. যদি MEKLF-র সাংকেতিক ভাষা 91782 এবং LLLJK-র সাংকেতিক ভাষা 88867 হয়, তবে IGHED-র সাংকেতিক ভাষা কী হবে?
(A) 97854
(B) 53410
(C) 75632
(D) 64512
উত্তর: (C) 75632
36. The average of 4 consecutive even numbers A, B, C and D is 99. What is the product of B and D?
(A) 9948
(B) 9890
(C) 9996
(D) 9796
Answer: (C) 9996
৩৬. 4টি ক্রমিক যুগ্মসংখ্যার A, B, C ও D-এর গড় 99। B ও D-এর গুণফল কত?
(A) 9948
(B) 9890
(C) 9996
(D) 9796
উত্তর: (C) 9996
37. Which one set of letters when sequentially placed at the gaps in the given letter series will complete it? ab__baa__ab__
(A) baabb
(B) aaaaa
(C) aaaaa
(D) aabab
Answer: (D) aabab (Pattern: ab**a**b/ba**a**b/a**b**ab)
৩৭. কোন অক্ষরগুলির সেট যখন ধারাবাহিকভাবে শূন্যস্থানে পরপর বসলে তা সম্পূর্ণ হবে? ab__baa__ab__
(A) baabb
(B) aaaaa
(C) aaaaa
(D) aabab
উত্তর: (D) aabab
38. Which country gifted Statue of Liberty to America?
(A) France
(B) Poland
(C) Ukraine
(D) Japan
Answer: (A) France
৩৮. কোন দেশ আমেরিকাকে 'স্ট্যাচু অফ লিবার্টি' উপহার দিয়েছে?
(A) ফ্রান্স
(B) পোল্যান্ড
(C) ইউক্রেন
(D) জাপান
উত্তর: (A) ফ্রান্স
39. The product of two consecutive prime numbers is 3127. What is the greater number?
(A) 61
(B) 59
(C) 53
(D) 47
Answer: (B) 59
৩৯. দু'টি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127। বৃহত্তর সংখ্যাটি কত?
(A) 61
(B) 59
(C) 53
(D) 47
উত্তর: (B) 59
40. Select the missing number from the given responses:
6 5 3 10
2 8 ? 4
4 6 3 8
5 9 15 3
(A) 6
(B) 7
(C) 4
(D) 5
Answer: (C) 4 (The logic is: (6×2)−4=8 or (10×4)−8=32. If the logic is Row 1−Row 3=Row 4: 6−4=2, 5−6=−1 (incorrect). If Row 1×Row 3=Row 4: 6×4=24 (incorrect). The correct logic is Column 1+Column 2=Column 3 then ×2 for Column 4 is also incorrect. The most likely pattern is Row 1 + Row 2 + Row 3 = 4th Row ×4 is not working. The simplest is often: Column 1+Column 2+Column 3+Column 4 totals for a row are equal. No. Final accepted pattern is: C4=(C1×C2)/C3
Row 1: (6×5)/3=10.
Row 3: (4×6)/3=8.
Row 4: (5×9)/15=3.
Row 2: (2×8)/?=4. 16/?=4. ?=4.
Answer: (C) 4
৪০. প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন :
6 5 3 10
2 8 ? 4
4 6 3 8
5 9 15 3
(A) 6
(B) 7
(C) 4
(D) 5
উত্তর: (C) 4
41. The most abundant element in the earth's atmosphere is
(A) Carbon dioxide
(B) Oxygen
(C) Nitrogen
(D) Hydrogen
Answer: (C) Nitrogen
৪১. পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায়, তা হল
(A) কার্বন ডাইঅক্সাইড
(B) অক্সিজেন
(C) নাইট্রোজেন
(D) হাইড্রোজেন
উত্তর: (C) নাইট্রোজেন
42. A tap can empty a water tank in 30 minutes. A second tap can empty in 45 minutes. If both the taps operate simultaneously, how much time is needed to empty the tank? (in minutes)
(A) 36
(B) 14
(C) 18
(D) 15
Answer: (C) 18
৪২. একটি কল কোনো জলভান্ডারকে 30 মিনিটে খালি করে। দ্বিতীয় কলটি ওই জলভান্ডারকে 45 মিনিটে খালি করে। যদি দুটি কল একসাথে খোলা হয়, তবে কত মিনিট জলভান্ডারটি খালি হবে?
(A) 36
(B) 14
(C) 18
(D) 15
উত্তর: (C) 18
43. Which of the following awards is given by UNESCO to those who put their efforts to popularize use of science in life?
(A) Magsaysay Award
(B) Kalinga Award
(C) Kalidas Samman
(D) Booker Prize
Answer: (B) Kalinga Award
৪৩. UNESCO নীচের কোন পুরস্কারটি তাঁদের প্রদান করেন যাঁরা জীবনে বিজ্ঞানকে জনপ্রিয় করার প্রচেষ্টা করেন?
(A) ম্যাগসেসে পুরস্কার
(B) কলিঙ্গ পুরস্কার
(C) কালিদাস সম্মান
(D) বুকার প্রাইজ
উত্তর: (B) কলিঙ্গ পুরস্কার
44. Which one of the following is not a multi-user operating system?
(A) UNIX
(B) MS-DOS
(C) Windows-2000
(D) Windows-XP
Answer: (B) MS-DOS
৪৪. নীচের কোনটি বহু-ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়?
(A) UNIX
(B) MS-DOS
(C) Windows-2000
(D) Windows-XP
উত্তর: (B) MS-DOS
45. The memory of a computer is commonly expressed in terms of Kilobytes or Megabytes. A byte is made up of
(A) 8 binary digits.
(B) 2 binary digits.
(C) 2 decimal digits.
(D) 8 decimal digits.
Answer: (A) 8 binary digits.
৪৫. একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। একটি বাইট তৈরি হয়
(A) 8 বাইনারি ডিজিট দ্বারা।
(B) 2 বাইনারি ডিজিট দ্বারা।
(C) 2 ডেসিমেল ডিজিট দ্বারা।
(D) 8 ডেসিমেল ডিজিট দ্বারা।
উত্তর: (A) 8 বাইনারি ডিজিট দ্বারা।
46. Select the related number from the given alternatives:
16:56::32:?
(A) 96
(B) 120
(C) 128
(D) 112
Answer: (D) 112 (Logic: 16→16×(7/2)=56. So, 32→32×(7/2)=112)
৪৬. প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করুন :
16:56::32:?
(A) 96
(B) 120
(C) 128
(D) 112
উত্তর: (D) 112
