WB SLST, 2025 – ইতিহাস (১১-১২) (প্রশ্ন ও উত্তর)
1. নিম্নলিখিতদের মধ্যে কে 'সোমপ্রকাশ' সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
2. 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন?
উত্তর: ব্যাঙ্ক দ্য ফ্রান্স
3. 1936 খ্রিস্টাব্দে কে Independent Labour Party প্রতিষ্ঠা করেন?
উত্তর: বি. আর. আম্বেদকর
4. 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন?
উত্তর: ফরওয়ার্ড ব্লক
5. নেপোলিয়ন কার সঙ্গে 'Concordat' স্বাক্ষর করেন?
উত্তর: পোপ সপ্তম পায়াস
উদয় ঘটে? 6. ভারতের কোন অঞ্চলে সাতবাহন বংশের উদয়।
উত্তর: আন্ধ্র প্রদেশ
7. 1830 খ্রিস্টাব্দের বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন?
উত্তর: লুই ফিলিপ
৪. দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর: বৈশালী
9. 'ভারত ছাড়ো' আন্দোলনের পরে কোন মিশন/কমিশন ভারতে এসেছিল?
উত্তর: ক্যাবিনেট মিশন
10. মজমা-উল-বাহারাইন গ্রন্থটির লেখক কে?
উত্তর: দারা শিকোহ
11. A Nation in Making গ্রন্থটি কার লেখা?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
12. কোন শিলালিপি থেকে খারবেল, কলিঙ্গের রাজা সম্পর্কে জানা যায়?
উত্তর: হাতিগুম্ফা শিলালিপি
13. কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচী স্তূপ নির্মিত হয়েছিল?
উত্তর: অশোক
14. নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে?
উত্তর: হুমায়ুন
15. মধ্যযুগে বাংলার কোন কবি 'গুণরাজ খান' উপাধি পান?
উত্তর: মালাধর বসু
16. শশাঙ্কের রাজধানীর নাম কী?
উত্তর: কর্ণসুবর্ণ
17. মেটার্নিখ কে ছিলেন?
উত্তর: অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী/চ্যান্সেলর
18. নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়?
উত্তর: সমিতি
19. রাষ্টকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: দন্তিদুর্গ
20. জার্মান একীকরণের ক্ষেত্রে বিসমার্কের কৌশলকে কী বলা হয়?
উত্তর: রিয়েলপলিটিক
21. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রধান কারণ কী?
উত্তর: জার্মানির ভবিষ্যৎ সম্পর্কে ভিন্ন মতামত
22. সুফি সাধক নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ হয়েছিল?
উত্তর: গিয়াসউদ্দিন তুঘলক
23. সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি (Servants of India Society) কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: গোপাল কৃষ্ণ গোখলে
24. ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সের শাসক হন কে?
উত্তর: লুই নেপোলিয়ন
25. প্যারিস শান্তি সম্মেলনে (1919 খ্রিস্টাব্দ) কতগুলি দেশ যোগ দিয়েছিল?
উত্তর: ৩২ টি দেশ
26. কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা বিলুপ্ত হয়েছিল?
উত্তর: 1829-এর রেগুলেশন XVII (Regulation XVII of 1829)
27. নিম্নলিখিত হরপ্পা কেন্দ্রগুলির মধ্যে কোনটিতে নৌঘাটের প্রমাণ পাওয়া যায়?
উত্তর: লোথাল
28. কোন বছরে স্বামী বিবেকানন্দ শিকাগোতে বিখ্যাত ভাষণ প্রদান করেন?
উত্তর: 1893 খ্রিস্টাব্দ
29. গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল?
উত্তর: হৃণ
30. কোন সুলতানকে 'প্রকৃত প্রতিষ্ঠাতা' বলা হয়?
উত্তর: ইলতুৎমিশ
31. 1911 খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইতালির কাছে ত্রিপোলি হস্তান্তর করে?
উত্তর: লুসানের চুক্তি
32. 'সীমান্ত গান্ধী' নামে কে পরিচিত ছিলেন?
উত্তর: খান আব্দুল গফ্ফার খান নামে পরিচিত
33. মহাভারতের আদিরূপ কী নামে পরিচিত ছিল?
উত্তর: জয় সংহিতা
34. মহাবীরের প্রতীক কী?
উত্তর: সিংহ
35. নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না?
উত্তর: রাজেন্দ্র প্রসাদ
36. তুর্কি ভাষায় 'ইলতুৎমিশ' শব্দের অর্থ কী?
উত্তর: সাম্রাজ্যের পালনকর্তা
37. 1792 খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরঙ্গাপট্টনমের চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: টিপু সুলতান এবং ব্রিটিশ
38. রানা প্রতাপের পিতার নাম কী?
উত্তর: উদয় সিংহ
39. The Social Contract গ্রন্থটির লেখক কে?
উত্তর: জে. জে. রুশো
40. কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেলের সঙ্গে আলোচনায় যোগ দেন?
উত্তর: আবুল কালাম আজাদ
41. নিম্নলিখিত প্রাণীদের মধ্যে কোনটি হরপ্পার সীলমোহরে উৎকীর্ণ নয়?
উত্তর: ঘোড়া
42. দিল্লির কোন সুলতান রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেছিলেন?
উত্তর: মুহাম্মদ বিন তুঘলক
43. মহামেডান অ্যাংলো-ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়
উত্তর: 1875 খ্রিস্টাব্দ
44. কোন উপন্যাস থেকে 'অনুশীলন সমিতি'-র নওয়া হয়েছিল?
উত্তর: আনন্দমঠ
45. খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর: 1527 খ্রিস্টাব্দ
46. হরপ্পা সভ্যতার 'বৃহৎ স্নানাগার' কোথায় আবিষ্কৃত হয়েছে?
উত্তর: মহেঞ্জোদারো
47. বঙ্গভঙ্গের প্রতিবাদে উপবাস কবে পালিত হয়েছিল?
উত্তর: 16 অক্টোবর, 1905 খ্রিস্টাব্দ
48. দক্ষিণ ভারতে কোন শিয়া রাজ্য আওরঙ্গজেব দখল করেন?
উত্তর: বিজাপুর
49. বাহমানী রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীতে তা কোথায় স্থানান্তরিত হয়?
উত্তর: গুলবার্গা থেকে বিদার
50. 1757 সালে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ কারখানায় আক্রমণ করেছিলেন?
উত্তর: কাসিমবাজার
51. কোন সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1906 খ্রিস্টাব্দ
52. কোন সালে আকবর প্রথমবারের মতো জিজিয়া কর বিলোপ করেন?
উত্তর: 1564 খ্রিস্টাব্দ
53. নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষ্মণ সেনের সমসাময়িক ছিলেন না?
উত্তর: কৃত্তিবাস ওঝা
54. সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছিল?
উত্তর: ইউনানি
55. নিম্নলিখিতদের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন?
উত্তর: বাল গঙ্গাধর তিলক
56. আজাদ হিন্দ ফৌজের কোন অফিসার লালকেল্লার বিচার সম্মুখীন হননি?
উত্তর: মোহন সিং
57. গ্যাস্টেইনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: 1865 খ্রিস্টাব্দ
58. The Indian Mussalmans গ্রন্থটির লেখক কে ছিলেন?
উত্তর: উইলিয়াম উইলসন হান্টার
59. শাহজাহান তাঁর কোন ছেলেকে 'শাহ ইকবাল' উপাধি দেন?
উত্তর: দারা শিকোহ
60. বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন?
উত্তর: তুলুব

