SSC Higher Secondary Bengali Answer Key

BivashVlog
SSC Higher Secondary Bengali Answer Key. স্কুল সার্ভিস কমিশন (বিষয়: Higher Secondary-বাংলা) SSC(বাংলা)-Higher Secondary- উত্তরপত্র


SSC, PSC, BPSC, JSSC,NET&SET - Advisor (Sub: Bengali)


S.L.S.T.(Bengali)- Higher secondary

সালের প্রশ্নোত্তর: 2025

স্কল সার্ভিস কমিশন (বিষয়: Higher Secondary-বাংলা) প্রশ্ন


1) 'চর্যাপদ'-এ বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি ছিল

উত্তর: নৌকা চালানো


2) 'অব মথুরাপুর মাধব গেল।/ গোকুল মাণিক কো হরি নেল।'- যে পর্যায়ের পদ, তার নাম
উত্তর: মাথুর

3) সমরেশ বসু রচিত 'দেখি নাই ফিরে' যাঁর জীবন অবলম্বনে রচিত তাঁর নাম
উত্তর: রামকিঙ্কর বেইজ

4) অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস-
উত্তর: পিত্তার

5) 'মেঘনাদবধ কাব্য' একটি
উত্তর: আলঙ্কারিক মহাকাব্য

6) 'তাবিজ' শব্দটি যে ভাষা থেকে বাংলায় এসেছে, সেটি হল
উত্তর: আরবি

7) মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম হলো
উত্তর: অবহটঠ

৪) 'বত্রিশ সিংহাসন' গ্রন্থের রচয়িতা
উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

9) 'নদীর বিদ্রোহ' গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল, সেটি হল
উত্তর: ৭ নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন

10) 'কার্টেন রেইজার' পরিভাষাটি যে মাধ্যমে ব্যবহৃত হয়, সেটি হলো
উত্তর: নাটক

11) 'দ্য লেডি উইথ দ্য ডগ' গল্পের রচয়িতা হলেন
উত্তর: আন্তন চেকভ

12) উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকর হয়েছিল
উত্তর: ১৮৭৬ সালে

13) 'বৈমাত্রেয়' শব্দের প্রকৃতি-প্রত্যয় হল
উত্তর: বিমাত্+ষ্ণেয়

14) 'এই বর্শায় বিদ্ধ করিব'- নিম্নরেখ শব্দটি যে কারক
উত্তর: যন্ত্রাত্মক করণ

15) বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে
উত্তর: সমকালীন ভাষার গঠনরীতি নিয়ে

16) 'রাজসিংহ' যে শ্রেণীর সার্থক উপন্যাস হিসেবে চিহ্নিত, সেটি হল
উত্তর: ঐতিহাসিক উপন্যাস

17) 'শৈলী' শব্দের অর্থ-

উত্তর: কৌশল

18) "কা-আ তরুবর পঞ্চবি ডাল"- পদটির কর্তা

উত্তর: লুই পাদ

19) ঠাকুমা মহাভারত পড়েন- রেখাঙ্কিত পদটি

উত্তর: কর্তৃবাচ্য

20) লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন-

উত্তর: কীট্স

21) 'অলৌকিক' রচনা অনুসারে 'সাকা' হলে বাড়িতে যা হয়-

উত্তর: অরন্ধন

22) বসন্তসেনা এবং চারুদত্তর শূদ্রকের যে নাটকের চরিত্র, তার নাম

উত্তর: মৃচ্ছকটিক

23) 'নানা রঙের দিন' নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স হল

উত্তর: ৬৮

24) নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয়, যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি হল

উত্তর: ও+উ


25) পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার হন

উত্তর: দিব্যেন্দু বড়ুয়া

26) অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন

উত্তর: যাস্ক

27) 'মার্ডার ইন দ্য ক্যাথিড্রল' একটি

উত্তর: নাটক

28) খেতুরী মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন যে বৈষ্ণব কবি-

উত্তর: গোবিন্দদাস

29) বাংলা কয়্যার সংগীতের প্রবর্তক হলেন

উত্তর: সলিল চৌধুরী

30) মৃণাল সেন পরিচালিত একটি ছবি

উত্তর: নীল আকাশের নিচে

31) 'পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ নূতন কত গড়ে ইতিহাস' শূন্যস্থানে বসবে

উত্তর: নূতন

32) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'ঊর্মি মুখর' যে ধরনের রচনা

উত্তর: দিনলিপি

33) 'বাকি ইতিহাস' একটি

উত্তর: অ্যাবসার্ড নাটক

34) 'যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল' শূন্যস্থানে বসবে-

উত্তর: কাঠকয়লা

35) 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে, সে দুটি হল

উত্তর: শনি ও মঙ্গল

36) কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেন যে বিজ্ঞানী, তাঁর নাম

উত্তর: উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

37) তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন

উত্তর: স্যার উইলিয়ম জোনস

38) 'বীরাঙ্গনা কাব্য'-এর অন্তর্গত 'নীলধ্বজের প্রতি জনা'-র পত্র সংখ্যা

উত্তর: একাদশ

39) মূর্খ> মুখখু- এটি যে সমীভবনের উদাহরণ, সেটি হল

উত্তর: পরাগত সমীভবন

40) দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের 'চা-কর দর্পণ' নাটকটি প্রকাশিত হয়

উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে

41) 'কর্তার ভূত' গল্পে ভুতুড়ে জেলখানার দারোগা ছিল

উত্তর: ভূতের নায়েব

42) 'ছাতির বদলে হাতি' রচনায় যে বন্দরের উল্লেখ আছে, তার নাম

উত্তর: হালুয়াঘাট বন্দর

43) 'রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো'- 'শিকার' কবিতায় যার কথা এখানে বলা হয়েছে-

উত্তর: দেশোয়ালিদের জ্বালানো আগুনের রং

44) 'কোনি' উপন্যাসে কোনির ভাইয়ের নাম-

উত্তর: গোপাল

45) একটি প্রাচীন ভারতীয় লিপির নাম-

উত্তর: ব্রাহ্মী

46) ভাগবতের যে দুটি স্কন্দ অবলম্বনে 'শ্রীকৃষ্ণ বিজয়' রচিত, সে দুটি হল

উত্তর: দশম ও একাদশ

47) 'নিরুদ্দেশ' গল্পে শোভনের পূর্বপুরুষেরা ছিলেন

উত্তর: জমিদার

48) সমান উদার যার সহোদর, এটি যে সমাসের উদাহরণ

উত্তর: সমানাধিকরণ

49) 'ভাত' গল্পে উচ্ছবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল-

উত্তর: বাসিনী 

50) আর্নেস্ট হেমিংওয়ের নোবেল পুরস্কার প্রাপ্তির সাল-

উত্তর: ১৯৫৪

51) 'কল্লোল' পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত 'কল্লোল' নামক কবিতাটির লেখক

উত্তর: দীনেশরঞ্জন দাস

52) প্রভাতকুমার মুখোপাধ্যায়ের 'দয়াময়ী' চরিত্রটি যে গল্পে রয়েছে

উত্তর: দেবী

53) 'ল্' ধ্বনিটি

উত্তর: পার্শ্বিক ধ্বনি

54) 'রক্তের অক্ষরে দেখিলাম', 'রূপনারানের কূলে' কবিতায় কবি যা দেখলেন, সেটি হল

উত্তর: আপনার রূপ

55) উপেন্দ্রনাথ দাসের লেখা 'সুরেন্দ্র বিনোদিনী' নাটকটি প্রকাশিত হয়

উত্তর: ১৮৭৫ খ্রিস্টাব্দে

56) 'পড়শী যদি আমায় ছুঁত'- পড়শী ছুঁলে যা হবে

উত্তর: যম-যাতনা দূর হবে

57) 'হাসিখুশি' গ্রন্থটির রচয়িতা হলেন
উত্তর: যোগীন্দ্রনাথ সরকার

58) কাশ্মীরের কবি বিল্হন রচিত সংস্কৃত খন্ড কাব্যের নাম
উত্তর: চৌর-পঞ্চাশেকা

59) 'গুরু' নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম
উত্তর: অদীনপূণ

60) 'ফুলের ফসল' কাব্যগ্রন্থের রচয়িতার নাম
উত্তর: সত্যেন্দ্রনাথ দত্ত





 


Tags: