SLST 2025 (9-10) Questions SET - সাবজেক্ট বাংলা

BivashVlog
SLST 2025 (9-10) Questions SET, SLST পরীক্ষার প্রশ্নোত্তর ( Unofficial Answer Key ) ।
সাবজেক্ট - বাংলা ।
পরীক্ষার তারিখ -07/09/2025

স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের Answer Key প্রকাশিত হলো ....

প্রার্থীরা এখন নিজেদের পরামর্শ/আপত্তি জমা দিতে পারবেন।
সময়সীমা: ২০.০৯.২৫ থেকে ২৫.০৯.২৫ (৫ কর্মদিবস)
ফি: প্রতি প্রশ্নে ১০০ টাকা (রেফারেন্সসহ চ্যালেঞ্জ করতে হবে)
আবেদন করতে হবে সরাসরি পোর্টালের লগ-ইন পেজ থেকে।
গুরুত্বপূর্ণ: যদি আপিল সঠিক প্রমাণিত হয়, তবে টাকা রিফান্ড করা হবে।

1. গিরিশচন্দ্র ঘোষের লেখা 'প্রফুল্ল' নাটকের প্রকাশকাল

(A) ১৮৭৬ সাল

(B) ১৮৮৯ সাল

(C) ১৮৭২ সাল

(D) ১৮৮০ সাল

2. "সে তো অন্নদামঙ্গলে আছে"- নিম্নরেখ পদটির কারক

(A) স্থানাধিকরণ

(B) কালাধিকরণ

(C) ভাবাধিকরণ

(D) অধিকরণের বীলা


3. আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল

(A) বল পেন

(B) রিজার্ভার পেন

(C) খাগের কলম

(D) পালকের কলম

4. 'আমার শূন্যস্থানে বসবে যন্ত্র আজ তৈরি শেষ হল।'

(A) স্নাফ গান

(B) কার্বোঘিন

(C) অরনিধন

(D) অ্যানাইহিলিন

5. 'ডাব' শব্দটি হল একটি

(A) তদ্ভব শব্দ

(B) অর্ধতৎসম শব্দ

(C) দেশি শব্দ

(D) বিদেশি শব্দ

6. "কিশোরের পায়ে দলা মুথা ঘাস বটের ফলের..." শূন্যস্থানে বসবে-

(A) সাদা সাদা

(B) সবুজ সবুজ

(C) নীল নীল

(D) লাল লাল

7. 'রেসারেশন' উপন্যাসের রচয়িতার নাম-

(A) আন্তন চেকভ

(B) পাবলো নেরুদা

(C) লিও টলস্টয়

(D) ম্যাক্সিম গোর্কি

৪. 'বল্ মা, আমি দাঁড়াই কোথা' পদের রচয়িতা

(A) কমলাকান্ত চক্রবর্তী

(B) রামপ্রসাদ সেন

(C) ভারতচন্দ্র রায়

(D) রাম বসু

9. চর্যাপদের টীকাকারের নাম

(A) কানা হরিদত্ত

(B) হরপ্রসাদ শাস্ত্রী

(C) প্রবোধচন্দ্র বাগচী

(D) মুনিদত্ত

10. সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম-

(A) কাল মধুমাস

(B) পদাতিক

(C) ফুল ফুটুক না ফুটুক

(D) দ্রৌপদীর শাড়ি


11. ভিখারি > ভিখিরি, স্বরধ্বনির এই পরিবর্তনের রীতিকে বলা হয়

(A) প্রগত স্বরসঙ্গতি

(B) পরাগত স্বরসঙ্গতি

(C) মধ্যগত স্বরসঙ্গতি

(D) অন্যোন্য স্বরসঙ্গতি


12. ক্ষিদ্দার সম্পূর্ণ নাম হল

(A) ক্ষিতীশ সরকার

(B) ক্ষিতীশ সিংহ

(C) ক্ষিতিমোহন সেন

(D) ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর


13. "রবীন্দ্রনাথ থেকে বারোটা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বসবে নামে।" শূন্যস্থানে

(A) বার্ট্রান্ড রাসেলের

(B) বার্নার্ড শ'র

(C) টি. এস. এলিয়টের

(D) শেলির

14. 'টংলিং'-এর লেখকের নাম

(A) সুচিত্রা ভট্টাচার্য

(B) বাণী বসু

(C) আশাপূর্ণা দেবী

(D) লীলা মজুমদার

15. '... যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল...' তার নাম হল

(A) কনকচাঁপা পাল

(B) হিয়া মিত্র

(C) রমা যোশি

(D) কনকচাঁপা রায়

16. কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হল

(A) বৃষ্টি পড়ছে।

(B) আমরা হাঁটছি।

(C) ছেলেটির খাওয়া হয়েছে।

(D) থাকা হয় কোথায়?

17. চন্দ্রনাথের দাদার নাম

(A) নিশিকান্ত

(B) দীননাথ

(C) নিশানাথ

(D) নিশাকর

18. ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালাসংখ্যা-

(A) কুড়ি

(B) চব্বিশ

(C) আঠাশ

(D) বহিশ


19. 'দুগ্ধ' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয়

(A) দুগ্‌+ধ

(B) দুগ্‌+ত

(C) দুহ+ত

(D) দুহ+ধ


20. 'চিহ্ন' উপন্যাসটির রচয়িতার নাম।

(A) মানিক বন্দ্যোপাধ্যায়

(B) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

(C) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

(D) সমরেশ বসু

21. "সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল

(A) পুজার ঘণ্টা

(B) কাঁসর ঘণ্টা

(C) শঙ্খধ্বনি

(D) উলুধ্বনি

"শূন্যস্থানে বসবে

22. উর্বশী ও পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র, তার নাম

(A) মালতীমাধব

(B) বিক্রমোর্বশীয়

(C) মালবিকাগ্নিমিত্রম্

(D) রঘুবংশম

23. যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য আকাদেমি পুরস্কার পান, তার নাম

(A) পাতার পোশাক

(B) আমি কী রকম ভাবে বেঁচে আছি

(C) যেতে পারি কিন্তু কেন যাব

(D) হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান


24. 'বীরাঙ্গনা কাব্য' গ্রন্থের পত্রসংখ্যা

(A) তেরো

(B) পনেরো

(C) বারো

(D) এগারো


25. "ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড়" পঙ্ক্তিটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে, সেটি হল

(A) কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি

(B) আফ্রিকা

(C) প্রলয়োল্লাস

(D) সিন্ধুতীরে


26. 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের শেষ খণ্ডের নাম-

(A) তাম্বুলখণ্ড

(B) রাধাবিরহ

(C) ছত্রখণ্ড

(D) বংশীখণ্ড


27. "প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়রিটা আমি পাই কাছ থেকে।" শূন্যস্থানে বসবে-

(A) তারক চাটুজ্যের

(B) তারক বাঁডুজ্যের

(C) তারকনাথ পালিতের

(D) তারকেশ্বর সিংহের


28. 'চৌ' (চার) মাথার সমাহার এই ব্যাসবাক্যটির সমাস হল

(A) ব্যাপ্তি তৎপুরুষ

(B) সংখ্যাবাচক বস্ত্রীহি

(C) সমাহার অর্থে দ্বিগু

(D) তদ্ধিতার্থক দ্বিগু


29. 'আলো মুই জানি না, জানিলে যাইতাম না কদম্বের তলে'- এই পদটির পদকর্তার নাম হল

(A) বিদ্যাপতি

(B) বাসু ঘোষ

(C) চণ্ডীদাস

(D) জ্ঞানদাস


30. 'নাম রেখেছি কোমলগান্ধার' কাব্যগ্রন্থের রচয়িতার নাম

(A) বিষ্ণু দে

(B) বুদ্ধদেব বসু

(C) সুধীন্দ্রনাথ দত্ত

(D) অমিয় চক্রবর্তী


31. 'অসুখী একজন' কবিতাটির মূল রচয়িতার নাম।

(A) শক্তি চট্টোপাধ্যায়

(B) জয় গোস্বামী

(C) নীরেন্দ্রনাথ চক্রবর্তী

(D) পাবলো নেরুদা


32. 'ডাকঘর' নাটকের প্রথম প্রকাশ

(A) ১৮৮৬ সাল

(B) ১৯০২ সাল

(C) ১৯১২ সাল

(D) ১৯১০ সাল


33. অভয়-কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে, তার নাম

(A) অলীকবাবু

(B) একেই কি বলে সভ্যতা

(C) জামাই বারিক

(D) কুলীন কুলসর্বস্ব


34. 'কালপেঁচার বৈঠক' গ্রন্থের রচয়িতার নাম

(A) সুনীতিকুমার চট্টোপাধ্যায়

(B) কালীপ্রসন্ন সিংহ

(C) বিনয় ঘোষ

(D) সুমন্ত বন্দ্যোপাধ্যায়


35. বৃধ -ধাতুর সঙ্গে শানচ্ প্রত্যয়যোগে নিষ্পন্ন শব্দ-

(A) বৃদ্ধিমান

(B) বিদ্যমান

(C) বর্তমান

(D) বর্ধমান

36. তাড়নজাত ধ্বনির একটি নিদর্শন হল

(A) 

(B) র

(C) শ

(D) ড

37. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণচরিত্র' গ্রন্থের প্রথম প্রকাশকাল

(A) ১৮৭২ সাল

(B) ১৮৮৪ সাল

(C) ১৮৯২ সাল

(D) ১৮৮৬ সাল

38. 'নব নব সৃষ্টি' রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তার নাম

(A) চতুরঙ্গ

(B) পঞ্চতন্ত্র

(C) চাচাকাহিনী

(D) দেশে-বিদেশে


39. 'Apple of Discord'-এর ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি হল

(A) পদ্মাবতী

(B) শর্মিষ্ঠা

(C) মায়াকানন

(D) কৃষ্ণকুমারী

40. 'আদিত্যবার শ্রীপঞ্চমী পুণ্য মাঘ মাস'-এ জন্ম নিয়েছিলেন

(A) মালাধর বসু

(B) বড়ু চণ্ডীদাস

(C) কৃত্তিবাস ওঝা

(D) মুকুন্দ চক্রবর্তী

41. গাব্রিয়েল গার্শিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন

(A) ১৯৮০ সালে

(B) ১৯৮২ সালে

(C) ১৯৮৭ সালে

(D) ১৯৯০ সালে


42. 'লয়লা' চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে, সেটি হল

(A) মেবারপতন

(B) মীরকাশিম

(C) সাজাহান

(D) নূরজাহান


43. 'রাজপথ' শব্দটির ব্যাসবাক্য হল

(A) রাজার পথ

(B) রাজার জন্য নির্মিত পথ

(C) রাজা ও পথ

(D) পথের রাজা


44. কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্যজীবনী কাব্যের

(A) চৈতন্যমঙ্গল

(B) চৈতন্যবিজয়

(C) শ্রীচৈতন্যচরিতামৃত

(D) শ্রীশ্রীচৈতন্যভাগবত


45. বাক্যনির্মাণের শর্ত হিসেবে যেটি উপযুক্ত নয়, সেটি হল

(A) আসত্তি

(B) আকাঙ্ক্ষা

(C) যোগ্যতা

(D) সম্পৃক্ততা


46. 'দ্বিতীয় বিদ্যাপতি' বলা হয়

(A) নরোত্তম দাস-কে

(B) গোবিন্দদাস-কে

(C) জ্ঞানদাস-কে

(D) বলরামদাস-কে


47. হিনস্ + অ-এর সন্ধিবদ্ধ রূপ

(A) হিংসা

(B) সিংহ

(C) হিংস্র

(D) হিংস


48. রামায়ণ' সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন

(A) ভানুভক্ত

(B) গোপীনাথ মোহান্তি

(C) আইয়াপ্পা পানিকর

(D) অমৃতা প্রীতম


49. মুক্তা > মুকুতা ধ্বনিপরিবর্তনের রীতিটি হল

(A) স্বরসঙ্গতি

B) স্বরভক্তি

(C) সমীভবন

(D) স্বরলোপ


50. পরশুরাম রচিত একটি গল্প -

(A) ভুণ্ডুলমামার বাড়ি

((B) কচি-সংসদ

(C) ডাক্তারের বউ

(D) অগ্রদানী


51. 'রক্তকরবী' নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তার নাম

(A) প্রবাসী

(B) বিচিত্রা

(C) ভারতবর্ষ

(D) সবুজপত্র


52. নামধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত

(A) পড়ালেন

(B) উত্তরিলা

(C) ফুঁসছে

(D) মানুষ হ


53. বিজয় গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম।

(A) মনসাবিজয়

(B) পদ্মাপুরাণ

(C) মনসাচরিত

(D) মনসার ভাসান


54. 'চৈতন্যভাগবত' গ্রন্থের খণ্ডসংখ্যা

(A) তিন

(B) পাঁচ

(C) সাত

(D) চার


55. 'বিষবৃক্ষ' উপন্যাসের গ্রন্থাকারে প্রথম প্রকাশকাল

(A) ১৮৭০ সাল

(B) ১৮৭৮ সাল

(C) ১৮৭৩ সাল

(D) ১৮৮৬ সাল


56. 'আসরার-ই-খুদি' (১৯১৫) গ্রন্থটির রচয়িতা

(A) কবীর

(B) প্রেমচন্দ্র

(C) রুমি

(D) ইক্কাল


57. সমরেশ বসুর যে উপন্যাসে রুহিতন চরিত্রটি আছে, তার নাম

(A) তিন পুরুষ

(B) জগদ্দল

(C) মহাকালের রথের ঘোড়া

(D) বি. টি. রোডের ধারে


58. সৈয়দ আলাওলের 'পদ্মাবতী' কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন

(A) জায়সী

(B) সোলেমান

(C) চন্দ্র সুধর্মা

(D) মাগন ঠাকুর


59. রবীন্দ্রনাথের 'মেঘদূত' প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত, তার নাম

(A) প্রাচীন সাহিত্য

(B) সাহিত্যের পথে

(C) সাহিত্য

(D) কালান্তর


60. গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন

(A) মালাধর বসু

(B) ঘনরাম চক্রবর্তী

(C) রামপ্রসাদ সেন

(D) কেতকাদাস ক্ষেমানন্দ

Answer Key 

1. (B) ১৮৮৯ সাল
2. (A) স্থানাধিকরণ
3. (B) রিজার্ভার পেন
4. (C) অরনিধন
5. (C) দেশি শব্দ
6. (D) লাল লাল
7. (C) লিও টলস্টয়
8. (B) রামপ্রসাদ সেন
9. (D) মুনিদত্ত
10. (B) পদাতিক
11. (C) মধ্যগত স্বরসঙ্গতি
12. (B) ক্ষিতীশ সিংহ
13. (B) বার্নার্ড শ'র
14. (D) লীলা মজুমদার
15. (A) কনকচাঁপা পাল
16. (A) বৃষ্টি পড়ছে।
17. (C) নিশানাথ
18. (B) চব্বিশ
19. (C) দুহ+ত
20. (A) মানিক বন্দ্যোপাধ্যায়
21. (A) পুজার ঘণ্টা
22. (B) বিক্রমোর্বশীয়
23. (C) যেতে পারি কিন্তু কেন যাব
24. (D) এগারো
25. (C) প্রলয়োল্লাস
26. (B) রাধাবিরহ
27. (A) তারক চাটুজ্যের
28. (C) সমাহার অর্থে দ্বিগু
29. D) জ্ঞানদাস
30. (A) বিষ্ণু দে
31. (D) পাবলো নেরুদা
32. (C) ১৯১২ সাল
33. (C) জামাই বারিক
34. (C) বিনয় ঘোষ
35. (D) বর্ধমান
36. (A) ঢ়
37. (D) ১৮৮৬ সাল
38. (A) চতুরঙ্গ
39. (A) পদ্মাবতী
40. (C) কৃত্তিবাস ওঝা
41. (B)১৯৮২ সালে
42. (D) নূরজাহান
43. (D) পথের রাজা
44. (C) শ্রীচৈতন্যচরিতামৃত
45. (D) সম্পৃক্ততা
46. (B) গোবিন্দদাস-কে
47. (B)সিংহ
48. (A) ভানুভত্ত
49. (B) স্বরভক্তি
50. (B) কচি-সংসদ
51. (A) প্রবাসী
52. (B) উত্তরিলা
53. (B) পদ্মাপুরাণ
54. (A) তিন
55. (C)১৮৭৩ সাল
56. (D) ইকবাল
57. (C) মহাকালের রথের ঘোড়া
58. (D) মাগন ঠাকুর
59. (A) প্রাচীন সাহিত্য
60. (A) মালাধর বসু

WBSSC বাংলা বিষয়ের Master Ans Key

WBSSC বাংলা বিষয়ের Master Ans Key



Tags: