স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক (Group -C) প্রশ্নপত্রের উত্তর

BivashVlog
স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক (Group -C) , নিয়োগের গতবারের প্রশ্নপত্র। এখানে প্রদত্ত CSSCC-2017 পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলো রয়েছে।

স্কুল সার্ভিস কমিশনের ক্লার্ক (Group -C) প্রশ্নপত্রের উত্তর

বিভাগ - I: সাধারণ জ্ঞান


12. অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন
(A) X-ray
(B) Diesel engine
(C) Dynamite
(D) Dynamo.
সঠিক উত্তর: (C) Dynamite

13. ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত
(A) রাশিয়া
(B) অস্ট্রেলিয়া
(C) আফ্রিকা
(D) ব্রাজিল.
সঠিক উত্তর: (C) আফ্রিকা

14. যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত, সেটি হল
(A) অক্সিজেন
(B) নাইট্রোজেন
(C) হাইড্রোজেন
(D) কার্বন ডাইঅক্সাইড.
সঠিক উত্তর: (B) নাইট্রোজেন

15. সি.এন.জি. (CNG)-র অর্থ হল
(A) Converted Natural Gas
(B) Conduced Natural Gas
(C) Conducted Natural Gas
(D) Compressed Natural Gas.
সঠিক উত্তর: (D) Compressed Natural Gas

বিভাগ - II: সাম্প্রতিক ঘটনাবলী (Current Affairs)


16. ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) হল
(A) Akash
(B) Prithivi-III
(C) Agni-V
(D) Brahmos.
সঠিক উত্তর: (C) Agni-V

17. NASA’র মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কী?
(A) Galileo
(B) Europa
(C) Juno
(D) Dawn.
সঠিক উত্তর: (C) Juno

18. আগস্ট 13, 2014 সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হল
(A) ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ
(B) ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল
(C) ফিনান্স কমিশন
(D) CAG.
সঠিক উত্তর: (A) ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ

19. 26শে নভেম্বর, 2014 সালে 18-তম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়
(A) ইসলামাবাদে
(B) কাঠমান্ডুতে
(C) ঢাকায়
(D) কলম্বোয়.
সঠিক উত্তর: (B) কাঠমান্ডুতে

20. সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কী?
(A) ছত্তিশগড়
(B) ঝাড়খণ্ড
(C) উত্তরাখণ্ড
(D) তেলেঙ্গানা.
সঠিক উত্তর: (D) তেলেঙ্গানা

21. রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তা হল
(A) ব্যাডমিন্টন
(B) হকি
(C) টেনিস
(D) ফুটবল.
সঠিক উত্তর: (C) টেনিস

22. নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদের তত্ত্বের সাথে জড়িত?
(A) নিলস বোর
(B) হাইজেনবার্গ
(C) আইনস্টাইন
(D) মাদাম কুরি.
সঠিক উত্তর: (C) আইনস্টাইন

23. মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে চলবে?
(A) কলকাতা-ঢাকা
(B) কলকাতা-খুলনা
(C) কলকাতা-বরিশাল
(D) কলকাতা-রাজশাহী.
সঠিক উত্তর: (B) কলকাতা-খুলনা

24. তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হল
(A) 2011
(B) 2012
(C) 2013
(D) 2014.
সঠিক উত্তর: (D) 2014

25. ভারতের জাতীয় পক্ষী হল
(A) ঈগল
(B) কাক
(C) ময়ূর
(D) বক.
সঠিক উত্তর: (C) ময়ূর

26. কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন?
(A) বল্লভভাই প্যাটেল
(B) মৌলানা আবুল কালাম আজাদ
(C) গোপীনাথ বরদলই
(D) মদনমোহন মালব্য.
সঠিক উত্তর: (D) মদনমোহন মালব্য

27. কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে?
(A) পোর্ট ব্লেয়ার
(B) পারাদ্বীপ
(C) এনায়েম
(D) কোচি.
সঠিক উত্তর: (B) পারাদ্বীপ

28. আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন
(A) মধুসূদন দত্ত
(B) স্বামী বিবেকানন্দ
(C) নবীনচন্দ্র সেন
(D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.
সঠিক উত্তর: (D) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

29. এদের মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে?
(A) ইউ.এস.এ.
(B) কানাডা
(C) গ্রেট ব্রিটেন
(D) অস্ট্রেলিয়া.
সঠিক উত্তর: (D) অস্ট্রেলিয়া

30. মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?
(A) জন মার্শাল
(B) দয়ারাম সাহানী
(C) রাখালদাস ব্যানার্জী
(D) বি. বি. লাল.
সঠিক উত্তর: (C) রাখালদাস ব্যানার্জী


বিভাগ - III: ইংরেজি (General English)


31. One or two stars were still ____________ in the sky.
সঠিক উত্তর: (C) twinkling

32. The boys who wanted to play football were disappointed when it rained. The above sentence is a
সঠিক উত্তর: (A) complex sentence

33. I will try to be on time but do not worry when I am late. Which part in the above sentence has an error?
সঠিক উত্তর: (D) d.

34. "Or is it some humble lay Familiar matter of today?" In the above lines the word 'humble' means
সঠিক উত্তর: (D) meek.

35. Pick out the correct sentence:
সঠিক উত্তর: (A) To be intelligent is more essential than being hard-working

36. Another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. Which part in the above sentence has an error?
সঠিক উত্তর: (D) d.



অন্যান্য প্রশ্ন


Q. কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়?
সঠিক উত্তর: Manas (মানস)

Q. ঝুম হল
সঠিক উত্তর: a type of cultivation (এক প্রকার চাষ)

Q. ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত?
সঠিক উত্তর: Maharashtra (মহারাষ্ট্র)

Q. মানুষের কোষে থাকে
সঠিক উত্তর: 46 chromosomes (46টি ক্রোমোজোম)


বিভাগ - IV: পাটিগণিত (Arithmetic)


46. 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর successive discounts of 36% and 4% এর পার্থক্য হল
সঠিক উত্তর: (C) Rs. 0

47. 16টি মেশিন 27 দিনে 1000 যন্ত্রাংশ তৈরি করতে পারে। যদি আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে...দিন কম লাগবে?
সঠিক উত্তর: (A) 3 দিন

Tags: