Intelligence Bureau Recruitment 2025 Assistant Central Posts

BivashVlog

Intelligence Bureau Recruitment 2025 Assistant Central Posts. IB Recruitment 2025: ইন্টেলিজেন্স ব্যুরোতে ৩৭১৭ জন কর্মী নিয়োগ, কোন যোগ্যতায় চাকরি?

Intelligence Bureau Recruitment 2025 Assistant Central Posts



Intelligence Bureau Recruitment 2025

আপনিও কি দেশের সুরক্ষায় সরাসরি অবদান রাখতে চান? তাহলে আপনার জন্য রয়েছে একটি অসাধারণ সুযোগ এবং সুখবর। 

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ইন্টেলিজেন্স ব্যুরো (IB) নিয়ে এসেছে এক বিশেষ নিয়োগের বিজ্ঞপ্তি, রয়েছে একাধিক শূন্যপদ। 

বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য উল্লেখ করা হলো।

নিয়োগকারী সংস্থা

ইন্টেলিজেন্স ব্যুরো (Intelligence Bureau)।

অফিসিয়াল ওয়েবসাইট

 www.mha.gov.in/www.ncs.gov.in

পদের নাম

 অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (গ্রেড-২/ এক্সিকিউটিভ)।

মোট শূন্যপদ

 ৩,৭১৭ টি।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স ১০ আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী, ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন

সপ্তম বেতন কমিশনের ৭ম লেভেল অনুযায়ী মূল বেতন ৪৪,৯০০/- টাকা থেকে ১,৪২,৪০০/- টাকা পর্যন্ত। ইনহ্যান্ড বেতন হবে প্রতি মাসে প্রায় ৮০,৩৭৫/- টাকা থেকে ৯০,২৫৭/- টাকা (পোস্টিং স্থান বা শহরের X, Y, অথবা Z ক্যাটাগরি অনুযায়ী)।

ভাতা

বেতন প্যাকেজে বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ভাতা অন্তর্ভুক্ত:

  1. মহার্ঘ্য ভাতা,
  2. বাড়ি ভাড়া ভাতা,
  3. পরিবহন ভাতা,
  4. বিশেষ নিরাপত্তা ভাতা (মূল বেতনের ২০%),
  5. ছুটির দিনে সম্পাদিত কর্তব্যের জন্য নগদ ক্ষতিপূরণ (৩০ দিন পর্যন্ত),
  6. চিকিৎসা সুবিধা,
  7. জাতীয় পেনশন ব্যবস্থায় (NPS) সরকারি অবদান।

শিক্ষাগত যোগ্যতা

 স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

পরীক্ষার নাম

 ACIO-II/Exe এক্সাম-2025।

অন্যান্য তথ্য

 আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। এই পদটিতে নবনিযুক্ত প্রার্থীদের সারা ভারতের যেকোনো জায়গায় স্থানান্তরিত করা হতে পারে।

আবেদন প্রক্রিয়া

 যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা MHA -এর অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in অথবা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (NCS) ওয়েবসাইট www.ncs.gov.in -এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট, ২০২৫; রাত ১১:৫৯ পর্যন্ত। এসবিআই চালানের মাধ্যমে অফলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১২ আগস্ট, ২০২৫

আবেদন মূল্য

  • সাধারণ/ ওবিসি/ ইডব্লিউএস, পুরুষ প্রার্থীদের জন্য ৬৫০/- টাকা।
  • এসসি/ এসটি, সকল মহিলা প্রার্থীদের জন্য ৫৫০/- টাকা।
  • প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৫০/- টাকা।

আবেদন মূল্য অনলাইনে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং) অথবা অফলাইনে এসবিআই চালানের মাধ্যমে প্রদান করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া

 যোগ্য প্রার্থীদের তিনটি ধাপে নির্বাচন করা হবে।

  • প্রথম ধাপ: অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা। (প্রতিটি ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ নম্বর নেগেটিভ মার্কিং রয়েছে।)
  • দ্বিতীয় ধাপ: ডেস্ক্রিপটিভ টাইপ পরীক্ষা।
  • তৃতীয় ধাপ: ইন্টারভিউ।

এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

অ্যাডমিট কার্ড কবে পাবেন, পরীক্ষা কবে হবে, পরীক্ষার বিস্তারিত সিলেবাস এই সমস্ত বিষয় আরও বিস্তারিত জানতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (MINISTRY OF HOME AFFAIRS) -এর অফিসিয়াল ওয়েবসাইটে www.mha.gov.in নজর রাখুন।


Tags: