বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বিএফডিসি ভবন, ২৩-২৪, কারওয়ান বাজার, ঢাকা।
স্মারক নং: ৩৩.০৩.০০০০.১০১.১১.০২১.২৫.১৮১
www.bfdc.gov.bd
নিয়োগ বিজ্ঞপ্তি
নিরাপদ মৎস্য, পুষ্টির উৎস
তারিখ: ১২ আগস্ট ২০২৫
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে:
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
গ্রেড পদের সংখ্যা
ক্রম, পদের নাম ও বেতনস্কেল
ব্যবস্থাপক (অস্থায়ী)
১
8
অর্থনীতি/বাণিজ্য/পরিসংখ্যান বা মৎস্য বিজ্ঞানে ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে
د
বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-প্রকৌশলী (স্থায়ী)
১
১
২
বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-
বি, এস, সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল) অথবা সংশ্লিষ্ট কাজে ০৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)
১
৩য় প্রকৌশলী (স্থায়ী) বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-
মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং-এ বি, এস, সি ডিগ্রী অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে ০৩(তিন) বৎসরের চাকুরী অথবা মেরিন ফিশারীজ একাডেমী হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এ সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে ০৫(পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে
ফিস প্রসেসিং টেকনোলজিষ্ট (স্থায়ী) বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-
১
রসায়ন, প্রাণ-রসায়ন, মৎস্য বিজ্ঞান বা প্রাণিবিদ্যায় ২য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী
8
ফিস কালচারিষ্ট (স্থায়ী)
৯
১
বেতনস্কেল: ২২০০০-৫৩০৬০/-প্রশাসনিক অফিসার (স্থায়ী)
১১
১
বেতনস্কেল: ১২৫০০-৩০২-৩০/-সহকারী মার্কেটিং অফিসার (স্থায়ী) বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০/-
१
নিরাপত্তা অফিসার (স্থায়ী) বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০/-
১১
در
د
২
হিসাব রক্ষক (স্থায়ী)
১১
২
বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০/-
অডিটর (স্থায়ী)
১১
১
১০
বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০/-
ফোরম্যান (স্থায়ী)
১১
১১
বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০/-৪র্থ প্রকোশলী (স্থায়ী)
১১
১২
বেতনস্কেল: ১২৫০০-৩০২৩০/-উচ্চমান অফিস সহকারী (স্থায়ী)
১৪
8
১৩
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
স্টোর কিপার (স্থায়ী) বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
১৪
৩
১৪
মার্কেটিং সহকারী (অস্থায়ী) বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
১৪
১৫
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী), বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
১৪
১৬
সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর (স্থায়ী), বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
১৪
২
১৭
মৎস্য বিজ্ঞান বা প্রাণিবিদ্যায় ২য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী
স্নাতক ডিগ্রী
স্নাতক ডিগ্রী
বাংলাদেশ সেনা বা নৌ বা বিমান বাহিনীর নায়েক সুবেদার বা সম-মানের প্রাক্তন সদস্য
বাণিজ্যে স্নাতক ডিগ্রী
বাণিজ্যে স্নাতক ডিগ্রী
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ০৫(পাঁচ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে
মেরিণ ফিশারিজ একাডেমী হইতে মেরিণ ইঞ্জিনিয়ারিং এ সার্টিফিকেট অথবা মেরিণ ইঞ্জিনিয়ারিং
এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে ০২(দুই) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী
দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী
স্নাতক ডিগ্রী
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ প্রতি মিনিটে সাঁট লিপি লিখনে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি এবং মুদ্রাক্ষর লিখনে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪০ শব্দের গতি।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ প্রতি মিনিটে সাঁট লিপি লিখনে বাংলায় ৮০ ও ইংরেজিতে ১০০ শব্দের গতি এবং মুদ্রাক্ষর লিখনে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪৫ শব্দের গতি
নিরাপত্তা পরিদর্শক (স্থায়ী)
১৪
সেনা বা নৌ বা বিমান বাহিনীর হাবিলদার বা সম-মানের প্রাক্তন সদস্য
১৮
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
সহকারী হিসাব রক্ষক (স্থায়ী)
১৪
৩
বাণিজ্যে স্নাতক ডিগ্রী তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
১৯
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
ক্যাশিয়ার (অস্থায়ী)
১৪
বাণিজ্যে স্নাতক ডিগ্রী তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
২০
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
প্লাম্বার (স্থায়ী)
১৪
১
প্লাম্বিং ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে
২১
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-সিনিয়র অপারেটর (স্থায়ী)
১৪
২২
মাধ্যমিক স্কুল সার্টিফিকেটসহ রেফ্রিজারেশন এবং এয়ার-কন্ডিশন এ ট্রেড সার্টিফিকেট থাকতে হবে
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-মেকানিক (স্থায়ী)
১৪
১
২৩
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
মাধ্যমিক স্কুল সার্টিফিকেটসহ মেকানিক্যাল বা অটো-মোবাইল বিষয়ে ট্রেন্ড কোর্স সার্টিফিকেট থাকতে হবে
অপারেটর (ট্রল) (স্থায়ী) বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
১৪
১
মাধ্যমিক স্কুল সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে ০৩(তিন) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে
২৪
১
নার্সারী সহকারী (স্থায়ী)
প্রাণিবিদ্যাসহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে
২৫
১৪
৩
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০/-
অষ্টম শ্রেণী পাশসহ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স
২৬
১৬
চাইভার (স্থায়ী)
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০/-
4
অফিস সহায়ক (স্থায়ী)
অষ্টম শ্রেণী পাস
২৭
২০
বেতনস্কেল: ৮২৫০-২০০১০/-
২০
সর্বমোট
৮৪
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
(খ) ০১ আগস্ট ২০২৫ তারিখে সকল প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
(গ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
(ঘ) অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
(ঙ) অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে।
(চ) প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
( ছ) পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ওয়েবসাইটে (www.bfdc.gov.bd) পাওয়া যাবে।
(জ) পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস বহন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে।
(ঝ) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করে কোন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ বা চাকরিপ্রাপ্ত হলে তার প্রার্থীতা বাতিলসহ চাকরি হতে যে কোন পর্যায়ে অব্যাহতি প্রদান/অপসারণ/বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদপত্র;
(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদপত্র;
(ঙ) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত কোটা সংক্রান্ত সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
(5) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy);
(ছ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাপত্তিপত্র/ছাড়পত্র।
৪। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১৬, ১৭, ২১, ২২, ২৩, ২৪ ও ২৬ নং সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্লাম্বার, সিনিয়র অপারেটর, মেকানিক, অপারেটর (ট্রল) ও ড্রাইভার পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
৬। সরকারের সর্বশেষ অধ্যাদেশ/বিধি/আদেশ/প্রজ্ঞাপন মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণপূর্বক নিয়োগ প্রদান করা হবে।
৭। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ এবং কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ/আংশিক বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
৮। উপরে উল্লেখ করা হয়নি, এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
৯। অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://bfdc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪/০৮/২০২৫; সকাল ১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময়: ১৩/০৯/২০২৫; বিকাল ৫:০০ ঘটিকা।
(iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ জমা দিতে পারবেন। উক্ত ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ প্রদানে ব্যর্থ হলে প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

