Constable Vacancy 2025: রাজ্যে ৩৫৮৮ শূন্য পদে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় নিয়োগের সুযোগ!

Constable Vacancy 2025: রাজ্যে ৩৫৮৮ শূন্য পদে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় নিয়োগের সুযোগ!

 

Constable Vacancy 2025: রাজ্যে ৩৫৮৮ শূন্য পদে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক যোগ্যতায় নিয়োগের সুযোগ!

কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাধ্যমিক এবং নির্দিষ্ট ট্রেডে ডিগ্রী থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। প্রতিটি নিয়োগের ক্ষেত্রেই আগে থেকে সঠিক পদ্ধতি মেনে আবেদন করা গুরুত্বপূর্ণ। 

নিয়োগ কারী সংস্থা- বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)।

পদের নাম- কনস্টেবল (ট্রেডসম্যান)।

মোট শূন্য পদের সংখ্যা- ৩৫৮৮ টি।

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা- 

বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান কনস্টেবল হিসাবে নিযুক্ত হবার জন্য চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ড থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পাস করতে হবে। এর পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে ভোকেশনাল ডিগ্রী থাকতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীর। এই পদে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

বয়স সীমা- 

BSF এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের সাধারণ চাকরিপ্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীদের সরকারি সংরক্ষণের নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- 

কেন্দ্রীয় সরকারি দপ্তরের কনস্টেবল হিসেবে নিযুক্ত হওয়ার কারণে নিযুক্ত কর্মীরা কেন্দ্রের সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন পাবেন। উল্লেখিত পদের জন্য বেতন-ক্রম ৩ অনুসারে ন্যূনতম ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকার মধ্যে বেতন পাবেন নিযুক্ত কর্মীরা।

নিয়োগ পদ্ধতি- 

বর্ডার সিকিউরিটি ফোর্স এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পরীক্ষা (PST), ফিজিক্যাল এফিশিয়েন্সিটি টেস্ট (PET), ট্রেড পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। আবেদনকারী চাকরি প্রার্থীরা এই ক্ষেত্রে শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন জানাতে পারবেন। তাই প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীদের মধ্যে থেকে সবথেকে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- 

আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে তিনটি নিম্নলিখিত ধাপ অবলম্বন করে আবেদন জানাতে হবে। প্রত্যেকটি ধাপ বিবরণ সহ পুঙ্খানুপুঙ্খভাবে নিচে উল্লেখ করা হলো-

ধাপ ১: সবার প্রথমে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ‘One Time Registration’ এর মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে অনলাইন পোর্টালে। এক্ষেত্রে আবেদনকারীর মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি প্রয়োজন হবে।

ধাপ ২: অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে পাঠানো হবে। এরপর চাকরিপ্রার্থীরা অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে আবেদন জমা করতে পারবেন। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের সম্পূর্ণ সঠিক বিবরণের সঙ্গে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং ভালোভাবে মিলিয়ে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

ধাপ ৩: আবেদনপত্র এবং ডকুমেন্ট জমা হয়ে গেলে প্রত্যেকটি চাকরি প্রার্থীকে আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন মূল্য হিসাবে ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে। কোন চাকরিপ্রার্থী অনলাইনে আবেদন মূল্য জমা করতে না পারলে অফলাইনে ব্যাংকে গিয়ে আবেদন মূল্য জমা করতে পারবেন। যদিও তপশিলি জাতি, উপজাতি এবং মহিলা চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্যের ওপর ১০০% ছাড় রয়েছে।


Bivash is a passionate content creator and vlogger at Bivash Vlog, dedicated to sharing engaging and insightful videos on lifestyle, travel, and tech. With a keen eye for storytelling and a love for exploring new horizons, he connects with a growing audience by delivering authentic experiences. Follow Bivash for regular updates, tips, and inspiration to enrich your everyday life.
/>